নেইমার। naymar jr।
No team-can-win-the-World-Cup-if-Neymar-is-healthy. Pic by google Image


নেইমারের পায়ে বিশ্বকাপ দেখছেন রোনালদো লিমা। তার মতে নেইমার সুস্থ থাকলে অন্য কেও বিশ্বকাপ জিততে পারবেনা। যদিও বিশ্বকাপে নেইমার ছাড়াও দলে স্টারের অভাব নেই তবুও রোনালদোর মতে বিশ্বকাপ জয়ে নেইমারের বিকল্প নেই।
তাছাড়া বিশ্বকাপ জিততে নিজের জিবনও দিতে রাজি নেইমার এটি হতে পারে শেষ বিশ্বকাপ তার। 

রোনালদোর মত আর নেইমারের ইচ্ছা এই বিশ্বকাপ নিয়ে চলুন দেখে আসি: 
 
বিশ্বকাপ শুরুও হয়নি এখনও কোনো দলের দলও ঘোষনা হয়নি। তবে ঠিকই ঘোষনা হচ্ছে বিশ্বকাপের দাবিদারদের নাম। 
আর সেই লিস্টে উপরের সারিতে থাকবে ব্রাজিল তাও স্বাভাবিক। অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারকে সুস্থ তাকতে হবে বলে মনে করেন রোনালদো লিমার। রোনালদো সবসময় বলে আসছেন ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে সুস্থ থাকতে হবে নেইমারকে। নেইমার যাতে ফিট অবস্থাতে কাতারে যান সেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন তিনি সম্প্রতি আরেক এক সাক্ষাতকারে একই কথা বলেছেন ব্রাজিলের এই লিজেন্ড। ব্রাজিল যে কোনো প্রতিযোগিতায় ফেবারিট হিসেবে  খেলতে যায় আমি মনে করি যদি নেইমার ১০০% ফিট থাকে এবং বিশ্বকাপে মনোযোগ দেয় তাহলে বিশ্বকাপ জেতার ভাল সুযোগ রয়েছে। তিনি আরও বলেন আমাদের দলটি দুরদান্ত আর দুর্দান্ত প্লেয়ার রয়েছে। 


নেইমার সুস্থ থাকলে বিশ্বকাপ জিততে পারবে না কোন দল!!

যদি নেইমার বিশ্বকাপে ভালভাবে পৌছাতে পারে তাহলে প্রার্থক্য গড়ে দেবে আর আমাদের সম্ভাবনা বৃদ্ধি পাবে। নেইমারের উচিত ফুটবল ব্যতিত অন্য বিষয়গুলিকে একপাশে রেখে দেওয়া এমনটাই মনে করেন তিনি। কুড়ি বছর আগে বিশ্বকাপ জয়ী ব্রাজিল পরবর্তী দুই বিশ্বকাপে জয়ী হওয়ার স্বপ্ন বুনেছিল দুবারিই হতে হয়েছে হতাশ। তবে আর কোনো হতাশা নয় এবারে কাতারে কাপ এনে দিতে মরিয়া নেইমার। তিনি জানিয়েছেন প্রয়োজনে জিবন দিয়ে দিতে প্রস্তুত তিনি। ব্রাজিলের জার্সিতে নামা বরাবরই ছন্দে থাকা নেইমারের বর্তমানে ভালো যাচ্ছেনা। অনেক ঘটা করে প্যারিস এর ক্লাব এ গেলেও দলটিকে এনে দিতে পারেননি কোনো চাম্পিয়ান্সলিগ। চলতি আসরেও পুড়তে হয়েছে হতাশায় । 

সাম্প্রতিক এক সাক্ষাতকারে জানিয়েছেন এই বছরে বিশ্বকাপ জেতে সকল হতাশা দুর করার মিশন তার। তিনি এক সাক্ষাতকারে জানিয়েছিলেন আমি পিএসজিকে চাম্পিয়ান্সলিগ জেতাতে চেয়েছিলাম কিন্তু দূর্ভাগ্যবশত তা হয়নি এখন আমি দুই হাজার বাইশ সালটা বিশ্বকাপ জেতে শেষ করতে চাই। ব্রাজিলের হয়ে কনফেডারেশন্স কাপ ও অলিম্পিক জেতায় দুইটি আন্তর্জাতিক কাপ আছে নেইমারের। কিন্তু বিশ্বকাপ না জিতলে বাকি সবকিছু আসলে ম্লান। ২০১৪ সালে ঘরের মাঠে তিনি ছিলেন ছন্দে কিন্তু সেমি ফাইনালের আগে চোটে পড়ে ছিটকে যান। জার্মানির কাছে  সাত এক গোলে হারে চরম বিব্রতকর পরিস্থিতে পরে রেকর্ড করা পাচঁ বারের বিশ্ব চাম্পিয়ানসরা। ২০১৮ সালে দারুন খেললেও বেলজিয়ামের কাছে হারলে যন্ত্রনার সঙ্গী হয় নেইমারদের। তবে এবারের সোনার ট্রফিটা নিয়ে আসতে চান পাচঁ বারের বিশ্ব চাম্পিয়ানসরা।

আপনার কি মনে ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে পারবে?